সোশ্যাল বার্তা: নদী বাঁচাতে সাইকেল যাত্রা জলঙ্গী নদী সমাজ ও অঞ্জনা বাঁচাও কমিটির।
নদীয়া জেলার কৃষ্ণনগরে নদী বাঁচাতে পথে নামল সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠনের সদস্যরা। রবিবার সকাল বেলা দোগাছি থেকে কৃষ্ণনগরের নগেন্দ্রনগর পর্যন্ত সাইকেল যাত্রা অনুষ্ঠিত হলো। সাধনার মানুষের মধ্যে নদী নিয়ে জনসচেতনতা তৈরি করতে রাস্তার মাঝে চার জায়গায় বক্তব্য তুলে ধরে জলঙ্গি নদী সমাজ সহ একাধিক সংগঠনের সদস্যরা। জলঙ্গি নদী সমাজ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা এই সাইকেলযাত্রায় অংশগ্রহণ করে। পথ চলতি মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
এই বিষয়ে জলঙ্গী নদী সমাজের পক্ষে ড: কৌশিক সরকার বলেন সাধারণ মানুষের মধ্যে নদীর বিভিন্ন সমস্যা সম্পর্কে তুলে ধরা হলো। পথ চলতি সাধারণ মানুষের কাছ থেকে নদী বাঁচানোর স্বপক্ষে সই সংগ্রহ করা হলো। সাধারণ মানুষের এই গণস্বাক্ষর প্রশাসনিক আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। দোগাছি মৎস্যজীবি সমবায় সমিতির মৎস্যজীবিদের অংশগ্রহণ তাৎপর্য পূর্ন, এছাড়াও আগামী প্রজন্মের ছাত্র ছাত্রীদের, স্পোর্টস ভিলেজে ছাত্র ছাত্রীদের সাড়া মিছিলে রোলার স্কেটিং মানুষকে আলাদা ভাবে মন কেড়েছে। এই কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন দোগাছি মৎস্যজীবি সমবায় সমিতি, কিশোর বাহিনী, সমাজশুদ্ধি দর্পন সোসাইটি, যুক্তিবাদী সমিতি, সবপেয়েছির আসর, রাখী পত্রিকা, স্পোর্টস ভিলেজ, বিজ্ঞান মঞ্চ, কৃষ্ণনগর ঐকতান, নর্ম্যান বেথুন বিডিএ, ১৬ বিঘা বস্তি বাঁচাও সংগ্রামী কমিটি , নদিয়া পরিবেশ মঞ্চ, নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন, ব্যারাকপুর পরিবেশ বান্ধব মঞ্চ,গোবরডাঙ্গা জীব বৈচিত্র্য সংগঠন সহ আরো অনেকে।