মলয় দে নদীয়া:- নদীয়া জেলার ৬১৮ টি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ডিজিটাল ফল প্রকাশ হয়েছিল আগেই। সরাসরি মার্কশীট হাতে পেতে প্রতীক্ষায় সকলে।
রানাঘাট এবং কল্যাণী সাব ডিভিশনের ক্ষেত্রে রানাঘাট লালগোপাল উচ্চ বিদ্যালয় থেকে কৃষ্ণনগর এবং তেহট্টো সাব ডিভিশন এর জন্য কৃষ্ণনগর এ ভি হাই স্কুল থেকে ২২শে জুলাই সকাল দশটা নাগাদ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। ২৩ তারিখেও দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাজ্যে প্রত্যেক জায়গায় সম্পূর্ণ লকডাউন ঘোষিত হওয়ার কারণে ২৪ তারিখ শুক্রবার করা হয়েছে। তবে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী পারস্পারিক দূরত্ব বজায় রাখা, বিদ্যালয় স্যানিটাইজ করার মতন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখে তাদের নিজস্ব সুবিধামতো রেজাল্ট বিতরণ করবেন।
উচ্চমাধ্যমিক এর ক্ষেত্রে আগামী ৩১ তারিখ কৃষ্ণনগর হাইস্কুল থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ হাতে পাবেন মার্কশীট ওই একই পদ্ধতিতে নিজ নিজেও বিদ্যালয়ের সুবিধা মতো তারিখে তা বিতরণ করা হবে।
১ থেকে ১০ তারিখ পর্যন্ত নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদের ভর্তি অন্য বিদ্যালয়ের জন্য ১১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে।
উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে অনলাইন পদ্ধতি বহাল থাকবে, তবে সময় এখনও কিছু জানা যায়নি। মঙ্গলবার শান্তিপুর ব্লকের হরিপুর উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে স্যানিটাইজ করা হয়, দমকল বিভাগের কর্মীদের সহায়তায় বিদ্যালয় চৌহদ্দির বিভিন্নস্থান বিশেষত যেখানে পরিযায়ী শ্রমিকরা এতদিন ছিলেন সেগুলি স্যানিটাইজ করা হয়।
প্রসঙ্গত ওই বিদ্যালয়ে মোট ৮২ জন পরিযায়ী শ্রমিক ছিলেন প্রত্যেকের মেয়াদ উত্তীর্ণ হবার পর খালি হয়ে যায় ওই বিদ্যালয়টি।