সোশ্যাল বার্তা : গতকাল ১৯ শে জুলাই নদীয়া জেলার সেচ্ছাসেবী সংগঠন হোয়াইট ঈগলস এর পরিচালনায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিলো কৃষ্ণনগরের কদমতলা বিসর্জন ঘাটের বিপরীতে মিত্রতা ফ্ল্যাটে ।
শিবিরের মূল উদ্দেশ্য ছিলো ‘রক্তদান জীবনদান’। বর্তমান এই মহামারি পরিস্থিতিতে রক্তের আকাল প্রকট। মরিয়ার মতন ছুটছে মানুষ রক্তের আকালে।
মানুষ সমাজবদ্ধ জীব তাই সামাজিক কর্তব্য ও এই সংকটময় পরিস্থিতির মধ্যে রক্তের প্রবাহমানতাকে কিছুটা সচল করার জন্যই তাদের এই প্রচেষ্ঠা বলে জানালেন সংগঠনের সদস্যবৃন্দ ।
সমাজের বুকে এক নতুন বার্তা তুলে ধরার জন্যে শিবিরে রক্তদানের পাশাপাশি ছিলো, মরণোত্তর চক্ষুদান, মরণোত্তর দেহদান, বিনামূল্যে সুগার পরীক্ষা ও রক্তের গ্রূপ নির্ণয়ের ব্যবস্থা।
এছাড়াও কিছুদিন আগে ঘটে যাওয়া সুপার সাইক্লোন আমফানের তান্ডবে এই বাংলার প্রত্যেকটি স্থানে কম বেশি বহু জীবকুলের পাশাপাশি পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই পরিবেশের প্রতি এক সচেতনতা সমাজের মাঝে তুলে ধরার জন্যে ছিলো বৃক্ষরোপন কর্মসূচি। অনুষ্ঠানে, আমন্ত্রিত সম্মানীয় ব্যাক্তিবর্গের হাত ধরেই এক বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয় এবং পরবর্তীতে হোয়াইট ঈগলস এর সদস্য ও সদস্যা দের হাত ধরেই রোপন করা হয় বৃক্ষ।
এই শিবিরে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন কৃষ্ণনগর সেন্ট জন এম্বুলেন্স এসোসিয়েশন, ক্লাব শহর ও দ্য টাইটানিক, শান্তিপুর মরমী সহ অন্যান্যরা ।