মলয় দে, নদীয়া : নদীয়াতে ড্রাগন ফল চাষ করে নজির গড়লেন তেহট্টের যুবক সুলতান মল্লিক। ১০ কাঠা চাষের জমির মধ্যেই এই ড্রাগন চাষ করেছেন তিনি। । তিনি জানান, তার অনেক দিনের ইচ্ছে ছিল নতুন কিছু চাষ করার তাই ইউটিউবে ভিডিও দেখে নদীয়ার তেহট্টের পাথরঘাটায় ১০ কাঠা জমিতে ২৫০টি গাছের চারা লাগান ।
এক বছরের মধ্যেই তার ফল দিতে শুরু করে। এর মধ্যেই তিনি তিন থেকে সাড়ে তিন কুইন্টাল ফল তুলেছেন বলেও জানান । তিনি এও বলেন এই ফল স্বাস্থের পক্ষে খুব উপকারী এবং বিভিন্ন ঔষধ তৈরিতেও কাজে লাগে এবং এই ফল চাষ খুব লাভজনক এর বাজার মুল্য প্রায় ২৫০-৩০০ টাকা, বাজারে চাহিদাও ব্যাপক । একবার লাগালে ৩০-৩৫ বছর ফল দেবে। সুলতান বাবু আরো জানান, খুব স্বল্প খরচে এই চাষ করা যায় যে কোনো আবহাওয়ায় এর বিশেষ কিছু ফারাক লাগেনা, সবকিছু ঠিকঠাক থাকলে এই ড্রাগন গাছ গুলি ৩০–৩৬ বছর পর্যন্ত ফল দেবে, তিনি বলেন এর বাজারে যা চাহিদা রয়েছে। বর্তমান প্রজন্মের বেকার ছেলেদের চাষে আগ্রহ ফেরাতে , তিনি জানান বিচক্ষণতার সাথে একমাত্র জমিতে বিনিয়োগই লাভের নিশ্চিত পথ দেখাতে পারে।