মলয় দে নদীয়া :- নদীয়া জেলার ধানতলা থানার আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতের হাজরাপুর হাই স্কুল মাঠে শুক্রবার গ্রাম রোজগার দিবস পালিত হল।
গ্রামের মানুষদের রোজগারের পথ দেখাতেই এই উদ্যোগ । করোনার প্রকোপে অনেক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে নিজেদের গ্রামে ফিরে এসেছে বর্তমানে তাদের হাতেও কাজ নেই। সেই সব ব্যক্তিদের আয়ের সুযোগ করে দিতেই রাজ্য সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান করছে বিভিন্ন পঞ্চায়েতে। মূলতঃ ১০০ দিনের কাজের সাথে যুক্ত গ্রামের মানুষদের নিয়ে এক আলোচনা সভা। যার মাধ্যমে ১০০ দিনের শ্রমিকদের অভাব অভিযোগের কথা,আলোচনা ও তাদের রোজগার কিভাবে বাড়ানো যায় তা নিয়ে পর্যালোচনা করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েত প্রধান রমা লস্কর,রানাঘাট ২ নং বিডিও খোকন বর্মন, রানাঘাট মহকুমা শাসক হরসিমরন সিং ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।