কনটেইনমেন্ট জোনে বিশেষ সতর্কতা,বাড়তি নজরদারি প্রশাসনের

Social

মলয় দে নদীয়া:-গোটা রাজ্য জুড়ে যেখানে অতিমাত্রায় করোনা পজিটিভ ধরা পড়েছে সেখানে নতুনভাবে কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেইমতো নদীয়া জেলার বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া সেই তালিকায়। শুক্রবার হরিপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে এলেন শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ এবং শান্তিপুর থানার ওসি সুমন দাস। কনটেইনমেন্ট জোনে সাধারণ মানুষজন কি পরিস্থিতিতে রয়েছে। বর্তমানে তারা কিভাবে নিয়ম পালন করবেন সে বিষয়েও তাদের অবগত করা হয় প্রশাসনের তরফ থেকে। রায়পাড়া এলাকার বাসিন্দারা যাতে বাড়ির বাইরে না বের হয় এবং সেই এলাকায় যেন বাইরের মানুষ প্রবেশ না করতে পারে সে কারণে রাস্তার সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। স্থায়ীভাবে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প।রায়পাড়া এলাকার বাসিন্দারা যাতে ঠিকমত পানীয় জল এবং খাদ্য যোগান পান সেই ব্যবস্থাও করে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ বলেন, আমরা তদারকি করছি যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয়। বর্তমানে জরুরী পরিস্থিতির মধ্য দিয়ে চলছি আমরা। এই সময়টা সঠিক নিয়ম পালন করে আমাদের চলতে হবে।সেই কারণেই সকলকে অবগত করেছি যাতে তারা সামাজিক নিয়ম রীতি মেনেই চলাফেরা করেন।জেলায় বিভিন্ন ব্লকের কনটেনমেন্ট জোনগুলিতেও একই চিত্র দেখা গেলো।

Leave a Reply