লকডাউন এর শুরু থেকে টানা ১০০ দিন মানুষের সেবা কাজ করে নজর কাড়ল বগুলা’র রুটি ব্যাঙ্ক

Social

সোশ্যাল বার্তা : রুটি ব্যাংক নদীয়া জেলার বগুলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন । দলের অধিকাংশই স্কুল পড়ুয়া ।

করোনা আবহে বিগত ১০০ দিনে তারা বিভিন্ন এলাকার অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পাশাপাশি আনুসাঙ্গিক সামগ্রী তুলে দিয়েছে। কিডনির সমস্যায় ভুক্ত মানুষের চিকিৎসা করিয়েছেন,তার মৃত্যু পরবর্তী পরলৌকিক ক্রিয়াকলাপও সম্পন্ন করেছে,আমফান ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে সাহায্য পৌঁছে দিয়েছে,পরিযায়ী শ্রমিক বন্ধুদের পাশে থেকেছে, প্রতিদিন ভবঘুরে মানুষের হাতে খাবার তুলে দিয়েছে।

৯ই জুলাই বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সাংগঠনের ১০০তম দিনটি তারা একটু বিশেষ ভাবে পালন করল। সকালটা শুরু হয় বৃক্ষরোপনের মধ্যে দিয়ে সবুজের বার্তা নিয়ে। এরপর তারা বগুলা মাছ ও সবজি বাজার,কালী মন্দির, মহাকাল সেবাশ্রম,পুলিশ ফাড়ি,বগুলা ২ নং পঞ্চায়েত, কাপড় বাজার, বগুলা বাসস্ট্যান্ড, ইউনিমনি অফিস সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু সচেতনতা বার্তা নিয়ে কিছু জায়গায় ব্লিচিং ছড়ানো ও স্যানিটাইজ করা হয়।তারপর এলাকার ভবঘুরে ও কিছু বয়স্ক মানুষ যাদের দেখাশোনা করার মতো কেউ নেই তাদের হাতে রুটি ব্যাঙ্ক এর সদস্যরা রান্না করে ফ্রাইড রাইস ও মাংস তুলে দেন।

রুটি ব্যাঙ্কের সদস্যরা জানিয়েছেন আগামী দিনে আরো নতুন উদ্যমে আর্ত মানুষের সেবায় ব্রতী হয়ে কাজ করবে তাদের এই সংগঠন । রুটি ব্যাংকের সারাদিনের কর্মকাণ্ডে খুশি স্থানীয় জনসাধারণ ।

Leave a Reply