ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তাল্পতা দূর করতে চাকদহ “ইচ্ছে” র রক্তদান

Social

মলয় দে, নদীয়া :-নদীয়া চাকদহের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে-র পক্ষ থেকে রাজ্যের ব্লাড ব্যাংক গুলোতে রক্ত সংকট দূর করবার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছিল রামলাল অ্যাকাডেমি মুক্তধারা মঞ্চে।

কল্যাণী জে. এন. এম. হাসপাতালের সহযোগিতায় আজ ৬০ জন রক্তদাতার রক্ত দান করেছে। পাশাপাশি করোনা যোদ্ধা হিসাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমকেও সংবর্ধিত করেছে এই সংস্থা।

Leave a Reply