মলয় দে, নদীয়া :-নদীয়া বইমেলা ৩৬তম নদীয়া বইমেলা কৃষ্ণনগর টাউনহলের পাবলিক লাইব্রেরীর মাঠেই শুরু হলো । সিএমএস স্কুলের মাঠে গতবছর স্থানান্তরকরণ নিয়ে অসন্তোষ দেখা যায় বইপ্রেমী মানুষদের। এবছরের তাই আবারো পাবলিক লাইব্রেরী ময়দানে স্বমহিমায় বইমেলা। তবে বুক সেলার বা গিল্ডের পক্ষ থেকে উপস্থিতির হার অনেক কম। উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদীয়া জেলাশাসক পার্থ ঘোষ সহ একাধিক আধিকারিক। পারস্পরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বইমেলা আয়োজক কমিটির পক্ষ থেকে।