মেয়ের অন্নপ্রাশনে রুটি ব্যাংকের মাধ্যমে ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ

Social

সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে জারি হয়েছিল লকডাউন । আর লকডাউনের পর থেকেই প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এসেছে নদীয়া জেলার হাঁসখালি থানার বগুলার “রুটি ব্যাঙ্ক” ।

এখনও সংগঠনের পক্ষ থেকে চলছে সাধারণ মানুষের মধ্যে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি ।বগুলা ও নিকটবর্তী এলাকার ভবঘুরে ও কিছু বয়স্ক মানুষ যাদের দেখাশোনা করার মতো কেউ নেই তাদের নিয়মিত খাবার পৌঁছে দিচ্ছে এখনও এই সেচ্ছাসেবী সংগঠন।

রান্না করা খাবারের পাশাপাশি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র,ঔষধ ও নানা সামগ্রী আজও তারা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে ।

শুক্রবার বগুলা রুটি ব্যাঙ্ক রান্না করা খাবার নিয়ে পৌঁছে গিয়েছিলো রানাঘাট স্টেশনে। রানাঘাট প্ল্যাটফর্ম ও স্টেশনের আশপাশে থাকা ভবঘুরে ও অভুক্ত মানুষের হাতে তারা ভাত,ডাল,মাছের ঝোল, মিষ্টি তুলে দেয়।

রুটি ব্যাঙ্কের কর্মসূচির কথা জানতে পেরে বগুলা মধ্যপাড়া নিবাসী সন্তু নন্দী তার মেয়ে পৌষালী নন্দীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে অসহায় মানুষের সেবাদানের জন্য ভাত, ডাল, মাছের ঝোল ও মিষ্টি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

বাড়ির মেয়ের শুভ অন্নপ্রাশনের আনন্দ অসহায় অভুক্ত মানুষের সাথে ভাগ করে নেয়। সন্তু নন্দী বাবুর পরিবারের এই উদ্যোগ দেখে বলা যেতে পারে এভাবেও মানুষের পাশে থাকা যায়, এভাবেও ছোট বাচ্চার অন্নপ্রাশন, জন্মদিন সহ সকল অনুষ্ঠানের মধ্যে দিয়ে অসহায় মানুষ কে সহায়তা করা যায়।

Leave a Reply