মলয় দে নদীয়া :-নদীয়া জেলার কল্যাণী সেন্ট্রাল পার্কে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । গতকাল মহাসমারোহে বাংলাদেশে পালিত হল এই দিনটি। ১৯৫২ সালে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার লক্ষ্যে শহীদ হন সালাম,বরকত,রফিক,জব্বার শফিউর সহ তরতাজা যুবক । তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এই দিবসটি পালন করা হয়।
অমর একুশের এই শ্রদ্ধাঞ্জলীর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সুশীল কুমার তালুকদার (কল্যাণী পৌরসভার পৌরপ্রধান),শ্রী সুব্রত চক্রবর্তী (পৌরপারিষদ সদস্য,শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণী পৌরসভা),শ্রী বলরাম মাঝি (পৌরপারিষদ সদস্য ,জলদপ্তর কল্যাণী পৌরসভা),শ্রী শুভেন্দু মাইতি(গায়ক ও নাট্টকার),কিংশুক চক্রবর্তী( দ্বিজেন্দ্রলাল রায় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত,প্রধান শিক্ষক শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়) ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই বিশেষ দিনটিকে স্মরণে রেখে অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির,সঙ্গীতানুষ্ঠান।