ওয়েব ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার একজন খনি শ্রমিক মাটি খুঁড়তে গিয়ে দুটি বড় ধরনের পাথর পেয়েছেন। এই পাথর দুটিই রত্ন খণ্ড। তানজানিয়ার মুদ্রায় এই দুটি রত্ন খন্ডের মূল্য ৭.৭৪ বিলিয়ন শিলিং, যা মার্কিন ডলারে ৩.৩ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় ২৬.৫ কোটি টাকা!
জানা গেছে, সানিনিও লেইজার নামে ওই খনি শ্রমিক একটি বিশেষ ধরনের নীল ও বেগুনী রঙের বহুমূল্য রত্ন দুটি তার কাছ থেকে সরকার কিনে নিয়েছে। ওই খনি শ্রমিক দেশের উত্তরাঞ্চলীয় এমন একটি খনিতে কাজ করেন, যার চারদিকে রয়েছে কড়া পাহারা এবং কেউ এখান থেকে চুরি করে কিছু নিতে যেতে পারে না। প্রতিবেনে উঠে আসে, রত্ন দুটির মধ্যে একটি পাথরের ওজন ৯.২৭ কেজি ও অন্যটির ওজন ৫.১০৩ কেজি। তানজানিয়া সরকারের খনি মন্ত্রণালয় বলা হয়েছে তানজানিয়ার এই ধরনের বহুমূল্য রত্ন কেবলমাত্র দেশের উত্তরাংশেই পাওয়া যায়। সরকার বলেছে, এই দেশে খনি থেকে রত্ন তোলার ইতিহাসে এত বড় মাপের কোনও রত্নের সন্ধান এর আগে পাওয়া যায়নি।