হুল দিবস উপলক্ষ্যে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবির

Social

দেবু সিংহ ,মালদা: ‌মঙ্গলবার হুল দিবস উপলক্ষ্যে সিধু কানু ক্লাবের পরিচালনায়, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অতিথিরা সিধু কানুর ছবিতে মাল্যদান করেন ও আদিবাসীদের দ্বারা উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়।

এদিন ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে হুল দিবস ও রক্তদাতা উদ্বুদ্ধকরণের উপরে আলোচনা করেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল, পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন কোর কমিটির সদস্য চুনিয়া মুর্মু, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক ও জেলা রক্তদান শিবির আহ্বায়ক নিরঞ্জন প্রামানিক ও অনিল কুমার সাহা, ঝলঝলিয়া আদিবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক জনসন কিস্কু, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি কাউন্সিলর সুমনা আগারওয়ালা প্রমূখ সকলকে ধন্যবাদ জানান সিধু কানু ক্লাবের সদস্য অমিত সোরেন।

Leave a Reply