১০০টি পিপিই কিট তুলে দেওয়া হলো মালদা জেলা পুলিশ সুপারের হাতে

Social

দেবু সিংহ ,মালদা : মালদা জেলার  গাজোল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদকের উদ্যোগে ১০০টি পিপিই কিট তুলে দেওয়া হলো জেলা পুলিশ সুপারের হাতে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার অফিসে ১০০ টি পিপিই কিট তুলে দেওয়া হয় জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার হাতে।

উপস্থিত ছিলেন,গাজোল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিন্দচন্দ্র পাল, সম্পাদক বিধান রায়,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু।

সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। ইতিমধ্যে জেলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।
এই পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর পাশাপাশি জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন পুলিশ কর্মীরাও।
তাই তাদের সুরক্ষার জন্য গাজোল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুলিশ সুপারের হাতে ১০০টি পিপিই কিট তুলে দেওয়া হয়।

এই বিষয়ে গাজোল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিধান রায় জানান, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশকর্মীরা। করোনা আক্রান্ত রোগীদের সাহায্য এবং সংক্রমিত এলাকায় অনেক সময় গিয়ে তাদের ডিউটি করতে হচ্ছে। সংক্রমণের আশঙ্কা থেকে যায় তাদের ক্ষেত্রেও। তাই তাদের সুরক্ষার জন্য ১০০টি পিপিই কিট তুলে দেওয়া হয় পুলিশ সুপারের হাতে।

মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, গাজোল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদকের উদ্যোগে পুলিশ সুপারের হাতে পিপিই কিট তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, পুলিশের সুরক্ষার জন্য ব্যবসায়ীরা ১০০ টি কিট তুলে দিয়েছেন। বিভিন্ন সংক্রমিত এলাকায় কাজ করার পক্ষে সুবিধা হবে পুলিশের।

Leave a Reply