সোশ্যাল বার্তা : খাদ্যের খোঁজে অনেক সময়ই জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে অাসে হাতির দল । গতকাল রাতে হাতির আক্রমণ ঘটে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী চক্রের দেউলী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। গতরাতে দেউলী গ্রামে হাতি ঢুকলে গ্রামের লোকজন হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতি গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার সময় স্কুলের পাঁচিলের অনেকটা অংশ ভেঙে দেয় শুধুমাত্র তাই নয় স্কুলের বাগানের উৎপাদিত ফল কাঁঠাল, কলা খেয়ে নেয়।
গ্রামের বাসিন্দারা বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের ফোনে জানালে শিক্ষক মহাশয়রা বিদ্যালয়ে গিয়ে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি লিখিত আকারে জানান। এই প্রসঙ্গে বিদ্যালয় এর একজন শিক্ষক জানান ” হাতি অনেক কিছুই নষ্ট করেছে যাবে স্কুলের পাঁচিলটি যাতে মেরামত করা হয় সেজন্য সংশ্লিষ্ট দফতরের কাছে আবেদন করেছি” ।