ওয়েব ডেস্ক : সুশান্ত এর মৃত্যু নাড়িয়ে দিয়েছে বলিউডের ভিত। মৃত্যুর পর কেটে গেছে প্রায় ৭২ ঘন্টা। মৃত্যুর পরে মৃত্যুর পরে বলিউডের প্রতিভাবান তারকা সুশান্ত সিং রাজপুত তুলে দিয়ে গেছেন অনেকগুলো প্রশ্ন। এরই মধ্যে প্রয়াত অভিনেতার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে তাঁর প্রথম ছবি কাই পো চে র পরিচালক অভিষেক কাপুর ও তার স্ত্রী প্রজ্ঞা কাপুর সিদ্ধান্ত নিয়েছেন ৩৪০০ দরিদ্র পরিবারের মুখে অন্ন তুলে দেবেন।সুশান্তর স্মৃতির উদ্দেশ্যে এই দাতব্য পরিচালিত হবে প্রজ্ঞার এনজিও এক সাথ: দ্য আর্থ ফাউন্ডেশনের মাধ্যমে।
অভিষেকের স্ত্রী প্রজ্ঞা জানিয়েছেন তাঁরা এভাবেই সুশান্ত ও তাঁর সৃজনশীলতাকে সম্মান দিতে চান। সুশান্ত যে কৃতিত্ব অর্জন করেছেন সেই কৃতিত্বকে এর মাধ্যমে শ্রদ্ধা জানাতে চান তাঁরা। অভিষেক কপূর পরিচালিত কাই পো চে (২০১৩) সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সুশান্তর। এরপর ২০১৮ সালে কেদারনাথ ছবিতে অভিষেক ও সুশান্তর পুরোনো যুগলবন্দী পরিলক্ষিত হয়।
সুশান্তের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন অভিষেক ও প্রজ্ঞা। সোশ্যাল মিডিয়ায় অভিষেক সুশান্তকে একজন অসাধারণ অভিনেতা বলে বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, আমার বন্ধুর প্রয়াণে আমি শোকাহত-মর্মাহত। আমরা একসঙ্গে বিশেষ দুটি সিনেমা করেছিলাম। ও ছিল দুর্দান্ত ও সহৃদয় অভিনেতা। চরিত্রে প্রাণ ফুটিয়ে তুলতে প্রচণ্ড পরিশ্রম করত। আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাই। ওর অভাব খুব অনুভব করব। নক্ষত্রজগতে থাকো।
অভিষেক ও প্রজ্ঞা কেউ এখনো মেনে নিতে পারছেন না তাদের এত প্রিয় অভিনেতা জীবনের রঙ্গমঞ্চ থেকেই এত জলদি হারিয়ে গেলেন।