“বিশ্বজুড়ে মহামারী মাস্টারমশাই বাড়ি বাড়ি”

Social

মলয় দে নদীয়া:- শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর পরামর্শ ও নির্দেশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শান্তিপুর নতুন চক্রের আয়োজনে শান্তিপুর সাহা পাড়া বারোয়ারী সংলগ্ন এলাকার রাধেশ্যাম বাবুর বাড়িতে বসেছিলো প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের পাঠশালা। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানা যায় দীর্ঘ লকডাউনে দীর্ঘদিন আটকে থাকা অন্যান্য পরিবারের সদস্যরা বয়স জনিত কারণে মেনেনিলেও শিশুমনে যাতে প্রভাব না পড়ে তার জন্য খেলার ছলে পড়ার এই আয়োজন। দীর্ঘক্ষন বিদ্যালয় কাটানো শিক্ষকগণ অভিভাবকের থেকে কোন অংশে কম নয়। তাই ক্যারাম, লুডো‌ দাবা, লাফদড়ি র মত নানান খেলা, গান শোনানো, গল্প বলার মাঝে পড়াশোনার কাজ ঠিক হাসিল করে নিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। কমিউনিটি কিচেন এর মতন অভিভাবকরা নিজেরাই হাত লাগিয়েছেন দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজনে।

এ ধরনের শুভ উদ্যোগ কে সাধুবাদ জানাতে উপস্থিত হন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথ, সংগঠনের জেলা সভাপতি জয়ন্ত সাহা সহ জেলা ও স্থানীয় বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাগণ। বিডিও সুমন দেবনাথ জানান “প্রায় প্রতিটা বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টার হওয়ায় এবং স্পর্শ কাতর শিশুদেহ সুরক্ষিত রাখতে এখনো বেশ কিছুদিন দেরি হতে পারে বিদ্যালয়গুলির স্বাভাবিক হতে। তাই এই পন্থা অবলম্বন করেছেন শিক্ষকরা।”

Leave a Reply