প্রীতম ভট্টাচার্য ,নদীয়া: বিশ্বমারীর দ্বিতীয়ধাপে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, মানুষ হারিয়েছন কাজ, অনেকেই বদলেছেন পেশা,অনেক মানুষ পাচ্ছেনা তাদের প্রতিবেশী কে,এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা আছি”।
গতবছর করোনা অতিমারীর সময়ে লকডাউনের শুরুতে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনে নদীয়া জেলার কৃষ্ণনগরে “আমরা আছি” সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছিল। গতবছর সংস্থার সদস্যরা প্রায় ১৫০০ মানুষের খাদ্যসামগ্রী নিয়ে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
এবছরও কোভিডের দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রায় ১ মাস হল লকডাউন ঘোষণা হয়েছে। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। “আমরা আছি” ।সংগঠনের সদস্যরা সরাসরি কোভিড আক্রান্ত পরিবারে খাদ্যসামগ্রী,ফল ও ঔষধ নিয়ে পৌছে যাচ্ছেন। পাশাপাশি কোভিড আক্রান্ত নন অথচ দুঃস্থ এইরকম অজস্র পরিবারে সংগঠনের সদস্যরা খাদ্যসামগ্রী নিয়ে পৌছে যাচ্ছেন। পাশাপাশি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের পাশেও তারা দাঁড়িয়েছেন। এবছর এখনো পর্যন্ত প্রায় ৩০০ জন মানুষের পাশে তারা সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দিনে-রাতে যেকোনো সময় ফোন আসলেই সদস্যরা ছুটে যাচ্ছেন।
এই সংগঠনের সদস্য পলাশ মিত্র, রজ্ঞন রায়, সুদীপ হালদার,অভিজিৎ গুপ্ত, সমীরণ ভাদুরীরা জানান এই শহরের বহু মানুষ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী দিনে “আমরা আছি” সংগঠনকে আরো কঠিন দায়িত্ব পালন করতে হবে, এই শহরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রতিটি পরিবার কে বাঁচাতে হবে।