সাম্মানিক ভাতা পান ২০০ টাকা ৮৭ বছরের বৃদ্ধের অর্থে পরিযায়ী শ্রমিকদের খাবার ,

Social

সোশ্যাল বার্তা :নদীয়া জেলার শক্তিনগর  নিবাসী ৮৭ বছর বয়স্ক শ্রী সন্তোষ বর্মন, একটি শ্রমিক সংগঠন থেকে মাসে মাত্র ২০০ /-টাকা সাম্মানিক ভাতা পান হাত খরচ বাবদ। লকডাউনে সময়টা কাটছিল ঘরে বসেই। ছেলে, বৌমার কাছে থেকে ফেসবুকের মাধ্যমে অসংখ্য মানুষের কষ্টে জীবন কাটানোর পোস্ট দেখে মর্মাহত হয়ে পড়েন। হাতে যা সামান্য আসে সেই দিয়েই কিছু অর্থ গুছিয়ে রাখেন অসহায়দের সাহায্য করার উদ্দেশ্যে, কিন্তু কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন ভেবে পাচ্ছিলেন না। বৌমা রাখী পালের সাহায্য নিয়ে যোগাযোগ করেন কৃষ্ণনগর আনন্দধারা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে । গত পরশু সাধ্যমতো অর্থ দিয়েই কোয়ারান্টাইন সেন্টারে বাইরে থেকে আসা শ্রমিকদের খাওয়ানোর দায়িত্ব নিলেন একদিনের।

 

আনন্দধারার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারী শ্রী রাজু পাত্র বলেন,”,সমাজের সর্ব স্তরের মানুষ আজ এই সঙ্কটের দিনে অসহায়দের পাশে দাঁড়িয়েছে দেখে খুব অনুপ্রেরণা পাচ্ছি আমরা সেবা কাজে এগিয়ে যাওয়ার। ”

Leave a Reply