রায়গঞ্জঃ স্কুল না খুললেও ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে পশ্চিমবঙ্গে খুলে গিয়েছে সরকারি-বেসরকারি সব অফিস। নিরাপত্তাবিধি মেনে স্কুল শিক্ষা দপ্তরের অফিসগুলিতেও শুরু হয়েছে কাজকর্ম। করোনার প্রকোপ থেকে বাঁচতে প্রয়োজন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা এবং মাস্ক পড়া আবশ্যক হয়েছে।
উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শকের অফিসগুলিতে কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উদ্যোগ নিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার ইসলামপুর দক্ষিণ চক্রের এস আই অফিসে স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস তুলে দেওয়া হলো। এই ভাবে গোটা জেলার সব সার্কেলেই এই কর্মসূচি চলছে।
সংগঠনের ইসলামপুর দক্ষিণ চক্র সভাপতি মুকুন্দ ব্যাপারী জানান এই সংকটের মুহূর্তে আমরা ত্রান, রক্তদান সহ মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস বিতরণ করছি। সমিতির উদ্যোগে বুধবার ১০ জুন থেকে উত্তরদিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শকের অফিসে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অফিসকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া শুরু হয়েছে ৷ রায়গঞ্জ সদর চক্রের বিদ্যালয় পরিদর্শকের অফিসেও দেওয়া হয়েছে।