মলয় দে নদীয়া :করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন, সেই কারণেই রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে তড়িঘড়ি লকডাউন এরমধ্যেই জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আটটি নতুন বাসের উদ্বোধন করা হলো।
শুক্রবার নদীয়ার কৃষ্ণনগর বাসট্যান্ড এই উদ্বোধনে উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল, কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই, জেলার সভাধিপতি রিক্তা কুন্ডু, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং মন্ত্রীর রত্না কর ঘোষ সহ জেলার উচ্চপদস্থ প্রশাসনের কর্তারা।
জেলার প্রশাসনের তরফ থেকে জানানো হয় এই আটটি বাস মূলত, কৃষ্ণনগর থেকে বর্ধমান ভায়া হয়ে সাতগাছিয়া, দুর্গাপুর -রানাঘাট, দুর্গাপুর- শিকারপুর, বাঁকুড়া- কৃষ্ণনগর, পুরুলিয়া- কৃষ্ণনগর, দুর্গাপুর- কৃষ্ণনগর, এবং বর্ধমান থেকে কৃষ্ণনগর। এই রুট গুলিতেই মূলত এই আটটি নতুন বাস চলাচল করবে। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়, করোনা সংক্রমনের কথা মাথায় রেখে তড়িঘড়ি এই উদ্বোধন। কারণ রাস্তায় বাসের সংখ্যা যত বেশি বাড়বে ততই মানুষের ভিড় এড়ানো সম্ভব হবে। এইসব রুট গুলিতে নতুন বাস পেয়ে যাত্রীদের মধ্যে খুশির হাওয়া।