নিউজ সোশ্যাল বার্তা : পেটের টানে আর রুজি-রোজগারের আশায় ভিন রাজ্যের শ্রমিকরা হাজির হয় আমাদের রাজ্যের বিভিন্ন ইট ভাঁটা গুলোতে। আর্থিক দিক কিছুটা স্বাভাবিক হলেও পরিবারের সমস্ত চাহিদা মেটানোর ক্ষমতা শ্রমিকদের থাকে না । বিভিন্ন ভাঁটাগুলি পরিদর্শন করলেই এর স্পষ্টতা লক্ষ্য করা যায়।গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন’-এর তাহেরপুর শাখার উদ্যোগে কিছু পুরাতন ব্যবহার যোগ্য পোশাক নিয়ে যাওয়া হয় স্থানীয় ইট ভাঁটাগুলিতে । সেগুলি সাদরে গ্রহণ করেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে তাহেরপুর শাখার অন্যতম সদস্যা প্রীতি রায়চক্রবর্তী বলেন ‘দুর্গাপূজাতে আমরা তাহেরপুর এলাকায় ১৭০ জনকে নতুন পোশাক তুলে দিতে পেরেছি। সারা বছর ধরেই আমরা এমন মানবিক কাজের সঙ্গে যুক্ত থাকি,যদি সাধারণ মানুষ এগিয়ে আসেন তাহলে আগামী দিনগুলোতে আরো ভালো কাজ করতে পারবো বলে আশা রাখি”।