সুমন্ত অধিকারী ,কল্যাণী : নদীয়া জেলার কল্যাণী ব্লকের দক্ষিণ চাদামারি গ্ৰামের সুরেন্দ্র নাথ স্মৃতি সংঘের পক্ষ থেকে গতকাল প্রায় ৪০০০ মানুষের কাছে পৌছে দিল রান্না করা খাবার।
করোনা আবহে দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত,। এর আগেও তারা ১৫০ উপরে পরিবারের হাতে পৌছে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, আলু, সোয়াবিন,সাবান সহ আরও বেশ কিছু সামগ্ৰী।
ক্লাবের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা নিয়ে এই কর্মসূচি পালন করছে তারা। ক্লাবের একজন সদস্য, শিক্ষক সুশীল মন্ডল জানিয়েছে ” এই মুহূর্তে মানুষের সত্যিই যে দুর্দশা চলছে তাতে এই ভাবে মানুষের পাশে গিয়ে দাড়াতে পেরে আমরা খুশি। আগামীতেও মানুষের পাশে আমরা থাকবো ” ।