ধীমান ভট্টাচার্য্য, বীরনগর: আমফানের দাপটে বাংলা তচনচ হয়ে আছে, তার ওপরে কাটা গায়ের উপরে গতকাল কাল বৈশাখীর তান্ডব দেখা যায় নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলে । কোথাও উড়লো টিন কোথাও বা পড়ল দেওয়াল ।
তান্ডবের চোটে বহু বাগান চাষের খেত নষ্ট হল আবার। বহু গাছ উপরে পরেছে বহু স্থানে। গতকালের ঝড়ে রানাঘাট থেকে বাদকুল্লা হয়ে কৃষ্ণনগর যাবার রাজ্য সড়কে পরেছে আনেক গাছ। তাহেরপুর, বীরনগর, কামগাছি তে গাছ রাজ্য সড়কে গাছ পড়ায় অবরুদ্ধ হয়ে যায় যানবাহন চলাচল। অনেকে রাস্তা পরিবর্তন করে কৃষ্ণনগর থেকে শান্তিপুর এর মধ্য দিয়ে রানাঘাট এর দিকে যেতে দেখা যায় ।
তাহেরপুর থানার পক্ষ থেকে আপাতকালীন ব্যবস্থা হিসাবে কালীনারায়ণপুরের ভেতর দিয়ে ছোট ও মাঝারি গাড়ি বের করে দিলেও বড় গাড়ি আটকে থাকে। পাহারপুর গ্রামে রাতে রাস্তায় পরে থাকা গাছ কাটর সময় একজনকে সর্পদংশন করে, তাকে রানাঘাত মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
দুপুর পযন্ত পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় পুরোপুরি রাস্তা পরিস্কার হলে তার পরে সাভাবিক হয় যানবাহন চলাচল ।