ভূমিহীন চাষীর, পরিশ্রমের ফসল নৌকা সমেত ডুবে গেল গঙ্গায়, অল্পের জন্য প্রাণে বাঁচল তিনজনই

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুর ব্লকে ফুলিয়া বয়রা অঞ্চলের বরুণ বিশ্বাস ভূমিহীন কৃষক। নদীতে মাছ ধরা, এবং নদীবক্ষে চর পড়ে যাওয়া স্থানে অতি কষ্টে চাষ করা ফসল ধান পেকেছিলো কয়েকদিন আগেই। একজন কৃষি শ্রমিক, নিজের স্ত্রী এবং নিজে নৌকা করে গঙ্গা পার হয়ে, চরে গিয়ে ধান কেটেছিলেন। গত সোমবারে যথারীতি কাকভোরে বেরিয়েছিলেন মেঘের অবস্থাও ভালো ছিল না, সকালের জলখাবার না খেয়েই তাড়াতাড়ি ধান ছেড়ে বস্তাবন্দি করে ফিরছিলেন নৌকায়। অর্থাভাবে বহু পুরনো নৌকোর এক অংশের কাঠের পছন্দ হয়েছিল আগেই, ভেবেছিলেন এবার ধান বিক্রি করে সারাবেন নৌকা, সেই ইচ্ছা আর পূরণ হলো না। মাঝপথে নৌকা সমেত নয় বস্তা ধান তলিয়ে যায় গঙ্গাবক্ষে। সাঁতার জানা থাকায় কোনরকমে পাড়ে এসে পৌঁছেছিলেন তিনজনই। কিন্তু ঐ কৃষকের স্ত্রী শাড়ি পড়ে থাকায় সাঁতারে অসুবিধা জনিত কারণে নাক মুখ দিয়ে জল ঢুকে অসুস্থ হয়ে পড়ে। শান্তিপুর হাসপাতালে কিছুক্ষণ অবজারভেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এমনিতেই লকডাউন ও আমফান তার উপরে এই ক্ষতি মেনে নিতে পারছেন না চাষীর পরিবার ।

Leave a Reply