গ্রামের পথে এক্কা গাড়ি করে ত্রান পৌছছেন আব্দুল

Social

রায়গঞ্জঃ গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে ছুটে চলেছে আবদুলের এক্কাগাড়ি। গাড়িতে বোঝাই করা চাল, আলু, তেল, লবণ সহ অন্য খাদ্যসামগ্রী। গ্রামের দিন আনা দিন খাওয়া অসহায় মানুষগুলি যে পথ চেযে বসে আছেন অনেকক্ষণ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। এক্কাগাড়ি গ্রামে ঢুকতেই গোল করে জটলা শুরু। ভাইয়ের মৃদু ধমকে সামাজিক দূরত্ব বজায় রেখে লম্বা লাইন করে দাঁড়িয়ে পড়ছেন গ্রামবাসীরা। একে একে সকলের হাতেই আবদুল তুলে দেন ত্রাণসামগ্রী।

উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভোগাইনইল গ্রামের বাসিন্দা এই আবদুল সাত্তার। পেশায় পঞ্চায়েত কর্মী আবদুল ভাই লকডাউনের মধ্যে অসহায় মানুষগুলির কাছে এক্কাগাড়ি করে নিজের উদ্যোগে পৌঁছে দিচ্ছেন ত্রাণ।

টানা লকডাউনের জেরে কাজ হারিয়েছেন গ্রামের বহু মানুষ। অনেকে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। ত্রাণ পৌঁছে না দিলে বাড়িতে উনুনে হাঁড়ি চড়ছে না। অসহায় ওই মানুষদের পরিত্রাতা হযে উঠেছে আবদুল ভাই ও তাঁর এক্কাগাড়ি। ইটাহারের বিভিন্ন এলাকায় দুঃস্থদের হাতে নিজের সামর্থ্য অনুযায়ী তিনি খাবার পৌঁছে দিচ্ছেন। অসহায় মানুষগুলিকে সাহায্য করে আনন্দ পান আবদুল সাত্তার। খুশি গ্রামের মানুষজনও।

Leave a Reply