মলয় দে, নদীয়া:- সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের।ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট ৩৪ নং জাতীয় সড়ক কোর্টমোড়ের কাছে।এদিন জাতীয় সড়কে টোটো ও ৪০৭ সংঘর্ষ ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালকের। আহত আরও ৩ জন তাদের রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে দুজনের আশঙ্কাজনক এক।
খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়।মৃতের পরিচয় জানা যায়নি।
অপর একটি দুর্ঘটনা ঘটে, নদীয়ার শান্তিপুর পাঁচ পোতায়। একটি বালির লরির এক্সেল ভেঙে পড়ে যায়, রাস্তার উপরেই । পেছনে বা সামনে থাকা গাড়ি সাথে কোন ধাক্কা না লাগলেও, লরি চালকের সহায়ক ব্যক্তির হাত ভেঙে যায়। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, ওভারলোডের বালির গাড়িতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা, আর সেই রকমই একটি ছোট গর্তে পড়ে, এই দুর্ঘটনা। লরি চালকক অবশ্য পরোক্ষভাবে স্বীকার করে নেন ওভারলোড বালি থাকার বিষয়টি। ঘটনাস্থলে শান্তিপুর এবং কোতোয়ালি থানার পুলিশ উপস্থিত হয়। ক্রেন এসে, রাস্তায় পড়ে থাকা বালি সরিয়ে, গাড়িটিকে রাস্তার পাশে সরিয়ে যানজট কাটাতে প্রায় ঘন্টা তিনেক সময় লেগে যায় ।