সোশ্যাল বার্তা : করোনা রুখতে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরেই অসুবিধায় দিন কাটাচ্ছেন গরীব-দিনমজুর-শ্রমিকেরা। এদের কথা মাথায় রেখেই সমাজের বেশ কিছু মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাব সাহায্যার্থে বারবার এগিয়ে এসেছেন। সেই সব দিন-আনা দিন-খাওয়া মানুষদের জন্যই এগিয়ে এসেছে কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন – ‘কৃষ্ণনগর আনন্দধারা’।
মাত্র ১ টাকার বিনিময়ে অসহায় মানুষদের তুলে দিচ্ছেন ব্যাগভর্তি বাজার। দোগাছী গ্রামের বটতলাতে আজ এই ১ টাকার বাজার বসিয়েছিলেন এই সংগঠনের সদস্যরা।শুধু তরকারি নয় সাথে ডিমের ঝোলটাও যাতে করতে পারে সেই কারণেই এক টাকার বিনিময়ে দেওয়া হলো ডিম,আলু,পেঁয়াজ,পটল এবং লংকা।
সামাজিক দূরত্ব মেনে গ্রামের লোক নিয়েও যাচ্ছেন। এখানে কোন হুড়োহুড়ি, ঠ্যালাঠেলিও নেই।আর এই দুর্দিনে মানুষদের পাশে দাঁড়াতে পেরে সংগঠনের সদস্যরা খুব খুশী।
আনন্দধারা’র সম্পাদক শ্রী রাজু পাত্র বলেন “এমন অনেকেই আছেন যাঁদের বিনামূল্যে জিনিস নিতে সম্মানে লাগে। বিশেষত মধ্যবিত্ত শ্রেণী। তাঁরা মুখ ফুটে কিছু বলতে পারছেন না।তাঁদের জন্যই এই আয়োজন। তাঁরা পয়সা দিয়ে জিনিস নিচ্ছেন এবং খুশী হয়ে হাসি মুখে বাড়ী যাচ্ছেন।”