রায়গঞ্জঃ লকডাউনের মাঝে রায়গঞ্জবাসীর মনোবল বাড়াতে অভিনব উপায় বের করল পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় ২০০টিরও বেশি মণীষীদের বাণী সম্বলিত ফ্লেক্স টাঙানো হল। শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তা থেকে শুরু করে জনবহুল এলাকাগুলোতে এই ফ্লেক্সগুলি টাঙানো হয়েছে।
পুর কর্তৃপক্ষের দাবি, লকডাউনের মধ্যে মানুষ বর্তমানে যে পরিস্থিতির সঙ্গে লড়ছেন, তার ফলে মানসিকভাবে ভেঙে পড়ছেন তাঁরা। তৈরি হয়েছে নানান মানসিক জটিলতা। সেই জটিলতা কাটাতে যাঁরা বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে আসছেন, তাঁদের নজরে আনা হচ্ছে মণীষীদের অনুপ্রেরণামূলক বাণী। সেগুলো পরবর্তীকালে মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন পুর কর্তৃপক্ষ।
রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, আমরা পুরসভার তরফে রায়গঞ্জ শহরের বিভিন্ন আনাচে-কানাচে এবং মূল রাস্তার উপরে বিভিন্ন মণীষীর নানা বাণী সম্বলিত ফ্লেক্স লাগিয়েছি। বর্তমান পরিস্থিতিতে শহরবাসীর মানসিক চাপ কাটাতে এই ব্যবস্থা করা হয়েছে। সাধারণ জীবনধারণের পদ্ধতি বর্তমানে ভেঙে গিয়েছে। তাই মানুষের মধ্যে অনেক মানসিক জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতা কাটানোর জন্যই মণীষীদের বাণী অত্যন্ত উপকারী হবে বলে আমরা মনে করছি। সেই কারণেই এই ফ্লেক্সগুলি লাগানো হয়েছে। এর পাশাপাশি যে সকল ব্যবসায়ী এই দুর্দিনে মানুষকে সঠিক মূল্যে দ্রব্য কেনাবেচা করছেন, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করে রায়গঞ্জ পুরসভা থেকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।
রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে ঘড়ি মোড় পর্যন্ত আবার রেল গুমটি থেকে শুরু করে বিদ্রোহী মোড় পর্যন্ত এলাকায় ফ্লেক্সগুলি টাঙানো হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সহ শহরের বিভিন্ন জায়গাতেই চোখে পড়বে মণীষীদের বাণী। কোথাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, আবার কোথাও স্বামী বিবেকানন্দের বাণী, আবার কোথাও মা সারদার বাণী লেখা ফ্লেক্সগুলো টাঙানো হয়েছে। ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তি থেকে শুরু করে মা সারদার ‘বিধির সাধ্য নাই যে আমার সন্তানদের রসাতলে ফেলে’ এমন মানসিক দৃঢ়তা বৃদ্ধিকারী উক্তি জ্বলজ্বল করছে রায়গঞ্জ শহরের রাস্তায়। আবার কোথাও দেখা যাবে স্বামী বিবেকানন্দের বাণী-‘জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করায় জাতীয় জীবন গঠনের পন্থা’।
পাশাপাশি রায়গঞ্জ পুরসভা থেকে এই বিরূপ পরিস্থিতিতে যাঁরা মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদান করেছেন, তাঁদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছে। সেই সম্পর্কিত ফ্লেক্সও টাঙানো হয়েছে শহরে। রায়গঞ্জবাসীর মানসিক সুস্থতার দিকে নজর রেখে পুরসভার এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিগেছেন শহরের বাসিন্দারা। এই উদ্যোগে খুশি রায়গঞ্জবাসী।