নয় বছর আগে বাংলার ক্ষমতা বদলের দিনটি পালিত হলো মাস্ক বিতরনের মাধ্যমে

Social

মলয় দে নদীয়া:- ৩৪ বছরের বাম রাজত্বের অবসান হয়েছিল ১৩ ই মে সালটা ছিল ২০১১ । ১৯৯৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আন্দোলনের ফলে তৃণমূল কর্মীদের মুখে ফুটে ছিল হাসি। ২০শে মে আনুষ্ঠানিকভাবে শপথ নেন , এসইউসি কংগ্রেস এবং তৃণমূলের জোট ২২৭ টি আসনে জয় লাভ করে অন্যদিকে বামফ্রন্ট ৬২ টি এবং অন্যান্যরা পায় মাত্র পাঁচটি আসন ।

তারপর কেটে গেছে ৯টি বছর। সেদিনের লড়াইয়ের সঙ্গীরা জেলা, ব্লক, বুথে আজও নেত্রীর আদর্শে বিশ্বাসে ভালোবাসায় স্মৃতিচারণ এর মাধ্যমে এই দিনটা পালন করে আসছে। অনেকেই বড় বড় দায়িত্ব পালন করলেও সেদিনের ছোটো ছোটো বুথ, পঞ্চায়েত ব্লক কর্মীদের আবেগ যে অনেক বেশি তা বোঝা গেলো। শান্তিপুর মতিগঞ্জ মোড়ে শংঙ্করী প্রসাদ ভট্টাচার্য্য , জ্ঞান প্রামানিক, রাধিকা রঞ্জন মুখোপাধ্যায়, তড়িৎ ভৌমিক, স্বেতা প্রামানিক, নারায়ণ সাহা, রামপ্রসাদ সরকার দের অনেকেই এক জায়গায় জমায়েত না করলেও নিজেদের মধ্যে ফোনে আলাপচারিতা করে দু এক জন প্রতিনিধি পতাকা উত্তোলন করেন, শহীদ বেদীতে মাল্যদান করেন ও মাস্ক বিতরণ করা হয় ।

অন্যদিকে ফুলিয়ায় বেলঘড়িয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ বেদীতে মাল্যদান, লজেন্স ,মাস্ক বিতরণ এবং এ সময় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সরকারের পাশে থাকার আবেদন জানানো হয়। সমস্ত আয়োজন তৃণমূল কংগ্রেস এসটি এসসি সেলের দায়িত্বে থাকা সৈকত দাসের উদ্যোগে।

উপস্থিত ছিলেন চন্দন সরকার, যোগেশ দাস,নিখিল সরকার,মধু ঘোষ, পরিমল রায়,রাজকুমার রাজবংশী, পরেশ বিশ্বাস,সামসুর শেখ।

Leave a Reply