মলয় দে ,নদীয়া:-শান্তিপুর শহরের কাশ্যপ পাড়ার বাসিন্দা দিলীপ ঘোষ ডাকনাম ভোলা ,পিতা-মৃত বাপি ঘোষ। মা ও ঠাকুমা পরিচারিকার কাজ করেন। অত্যন্ত দরিদ্র পরিবারের মধ্যে বেড়ে ওঠে যুবক দিলীপ ঘোষ । অন্য দুই ভাই পড়াশোনার সুযোগ না পেলেও ছোটভাই দিলীপ কে গত বছরই স্নাতক হতে সাহায্য করেন। চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষা দেওয়ার সাথে, প্রাইভেট টিউশন করতেন দিলীপ।
২২ বছর বয়সী দিলীপ সচরাচর গঙ্গায় স্নান করতেন । গতকালই তার এক বন্ধু হঠাৎই বাড়িতে এসে গঙ্গা স্নানের জন্য শান্তিপুর বড়বাজার ঘাটে স্নান করার জন্য ডেকে নিয়ে যায়। এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষের মা।
দুই বন্ধুর সাঁতার জানতেন না কেউই। স্নান করতে গিয়ে ঘাটের কাছেই হঠাৎই পা পিছলে তলিয়ে যেতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। তাদের মধ্যে দু-এক জন চেষ্টা করলেও শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি দিলীপ কে। আজ সকালে শান্তিপুর থানার সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের দুজন ডুবুরি ও তাদের সহকারিরা তল্লাশি চালাচ্ছেন।