মলয় দে নদীয়া:-নদীয়া জেলার রানাঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী দেবতোষ চট্টোপাধ্যায়ের ৮২ বছর বয়স্ক মা আশালতাদেবী মৃত্যুর পর যাবতীয় পরলৌকিক ক্রিয়াকর্মাদি সম্পন্ন করেন তার সন্তানেরা।
গতকাল ছিল শ্রাদ্ধ, আজ নিয়ম ভঙ্গ। বেঁচে থাকার সময় সন্তানদের প্রতি মায়ের একটাই নির্দেশ ছিলো বিপদে-আপদে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার জন্য। নিয়মভঙ্গের দিন, সকলকে নিমন্ত্রণ করতে না পারার স্বাদ পেলেন প্রান্তিক দাস সহযোগিতার মাধ্যমে।
পারস্পরিক দূরত্ব বজায় রেখেই সন্তানেরা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বিভিন্ন কর্মহীন মানুষকে তুলে দিলেন বিভিন্ন খাদ্যদ্রব্য সম্বলিত একটি ব্যাগ এবং একটি মিষ্টির প্যাকেট। আমাকে তো ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপিতা পার্থসারথি চট্টোপাধ্যায়। তিনি সাধুবাদ জানান এই মহৎ উদ্যোগকে।