মলয় দে নদীয়া:-সারা বিশ্বজুড়ে করনা ভাইরাসে আক্রান্ত, সেই সঙ্গে আমাদের দেশ ভারত বর্ষ তার শিকার। করানোর সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লকডাউন । লকডাউন চলাকালীন আদালত বন্ধ ,কোন কাজকর্ম নেই ,সেই দিক খেয়াল করে কৃষ্ণনগর সিভিল কোর্ট ইউনিট ইতিমধ্যে সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
আজ ১১মে আদালত ইউনিটের অফিস কক্ষ থেকে তৃতীয় দফায় ৫০ জন সদস্যকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ত্রাণ প্রাপক একজন সদস্য বলেন’ এই বিপদের দিনে সংগঠন যেভাবে পাশে দাঁড়ালো সারা জীবন মনে থাকবে ।” সমগ্র বিষয়টি পরিচালনা করেন ইউনিট সম্পাদক শ্রী স্বপন সাহা এবং ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।