দু:‌স্থ মানুষদের জন্য বিনামূল্যে বাজার দেওয়া হল ৩৫ রকমের সামগ্রী

Social

দেবু সিংহ ,মালদা: মালদা জেলার কালিয়াচক-‌২ নম্বর ব্লকে অনুষ্ঠিত হয়ে গেল বিনা মুল্যে বাজার। জেলায় অন্যতম নজির সৃষ্টি করা এই বিশাল বাজারে প্রায় ৩৫ রকমের সামগ্রী তুলে দেওয়া হয়।

বাজারের অন্যতম উদ্যোক্তা কালিয়াচক-‌২ ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম। লকডাউনের শুরু থেকেই তিনি দু:‌স্থ মানুষদের পাশে থেকে এসেছেন। তাঁরই পরিচালনায় বিনামূল্যে বাজার বসে এদিন। তিনি ছাড়াও ছিলেন জেলা সভাধিপতি গৌড় মন্ডল, সহ সভাধিপতি চন্দনা সরকার, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস-‌সহ অনেকে। মোথবাড়ি থানার অন্তর্গত অচিনতলার হাটখোলা মাঠে এদিন এই বাজার বসে। ফিতে কেটে বিনা মূল্যে বাজারের সূচনা করেন সভাধিপতি গৌড় মন্ডল।

তিনি বলেন,‘‌মুখ্যমন্ত্রী এই কঠিন পরিস্থিতিতে অহসায়দের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা তাঁর পথ অনুসরণ করে চলছি। নেতা, কর্মী সবাই আমরা আমাদের মতো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এদিন বিনামূল্যে বাজারের আয়োজন করা হয়েছে। সফিকুলবাবু খুব ভাল উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন সবজি-‌সহ চাল, ডাল, আলু, সোয়াবিন নিয়ে মোট ৩৫ রকম সামগ্রী বিতরণ করা হয়।’‌

বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, ‘‌আমরা প্রায় ২৫০০ মানুষকে ত্রাণ দিয়েছি। সামাজিক দূরত্ব মেনে সামগ্রী বিলি করা হয়েছে। এমনকী মাস্ক না পরলে বাজারে ঢোকার অনুমতি ছিল না।’‌

Leave a Reply