স্বাস্থ্য কর্মীদের জন্য মহকুমা শাসকের হাতে পিপিই কিট তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন 

Social

মলয় দে নদীয়া:- করোনা যুদ্ধে যারা সামনে থেকে লড়াই করছেন এবার তাদের সাহায্যে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন । প্রান্তিক মানুষেরদের সহযোগীতার সাথে একটু অন্যরকম চিন্তা করলো রানাঘাটের হিউমিনিটি সংস্থা। এর আগেও সংগঠনটি সাধারন মানুষের জন্য  ৫ টাকায় “সবার খাওয়া” ব্যবস্থার মাধ্যমে অভিনবত্ব সৃষ্টি করেছিল এই সংগঠন।

করোনা মোকাবেলায় তিনটি ধাপে কাজ করার পর এবার সম্পূর্ণ ভিন্নধর্মী চিন্তাভাবনার প্রকাশ পেল সংগঠনের দিক থেকে। সভাপতি সুপর্ণ রায় চৌধুরী সম্পাদক দেবব্রত চৌধুরী সকল সদস্যকে নিয়ে রানাঘাট মহকুমা শাসক হরসিমরন সিং এর হাতে তুলে দেন ১০ টি পিপিই কিট। মহকুমা শাসক রানাঘাট মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভাপতি স্বভাবতই তার হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত রানাঘাট মহকুমা হাসপাতালে অন্তর্গত ১৮টি ওয়ার্ড আছে। যেখানে স্বাস্থ্যকর্মীরা, অ্যাম্বুলেন্স চালক, সাফাই কর্মীদের তাদের নিত্যসেবায় নিয়োজিত। তাদের কথা ভেবেই মূলত সংস্থার এই আয়োজন।

Leave a Reply