মলয় দে, নদীয়া : রাজ্যের সংকটময় পরিস্থিতিতে এবার ত্রান সামগ্রীর পাশাপাশি গ্রামের মহিলাদের স্যানেটাইজ ন্যাপকিন তুলে দিচ্ছেন নদিয়ার তাহেরপুরের “রাতদিন ফাউন্ডেশন ” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের মহিলা ও পুরুষ সদস্য মিলে ১০ জন লক ডাউনের প্রথম সপ্তাহ থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রত্যন্ত গ্রামে দুরত্ব বজায় রেখে মাক্স,চাল, ডাল,সোয়াবিন,আলু, ও গৃহবধুদের হাতে ন্যাপকিন তুলে দেওয়া হচ্ছে।
রবিবার কালীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের বেড়াকামগাছিতে এই সামগ্রী প্রদান করা হয়। উদ্যোতাদের পক্ষ্য থেকে দেবেশ দাস জানান এপর্জন্ত নয় হাজারের বেশি দুঃস্থ মানুষজনকে খাদ্যসামগ্রী তুলে দেওয়ায় খুশি ওইসব পরিবার গুলি।আগামীতে তারা লক ডাউন শেষ হওয়া অবধি তাদের এই কর্মসূচী চালিয়ে যাবেন।