মা-বোনেদের পৌঁছে দিলেন অত্যন্ত প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন

Social

মলয় দে নদীয়া:-সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । লকডাউনের ফলে গৃহবন্দী সকলে, বাড়ির মা-বোনেরাও। যতই আমরা মহিলাদের বিষয় বলার ক্ষেত্রে সাবলীল হই না কেন! বাস্তবে অনেকটাই পিছিয়ে থাকি , এ ব্যাপারে। তার উপর একমাত্র বে-রোজগেরে পরিবার প্রধান যখন গৃহবন্দী, মিতব্যয়ী মহিলা সদস্যরা সাতপাঁচ ভেবে চুপ করে থাকেন অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি।

মেয়েদের সমস্যা বোঝে মেয়েরাই, নদীয়া জেলার শান্তিপুর ব্লকের নরসিংহপুরে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন সোনার তরী মহিলা সদস্যরা। মায়েদের বোনেদের হাতে তুলে দিলেন, স্যানিটারি ন্যাপকিন। নন্দিতা ,পল্লবী ,মিতা, প্রিয়াঙ্কা, সোমা, রুপা, রমা রা এলাকারই মধুপুর কলোনি, বাজার পাড়া, হালদারপাড়া গৌরনগর, সহ বিভিন্ন পাড়ায় পৌঁছে গেলেন টোটো চেপে।

তাদের কথা অনুযায়ী এসময় পাড়া ঘরের বেশিরভাগ দোকান বন্ধ, বাইরে বেরোতে অসুবিধা মা-বোনেদের , নিজেদের জীবন দিয়ে মূল্যায়ন করে এ ধরনের উদ্যোগ নিয়েছি আমরা।

Leave a Reply