এলাকায় বাঘরোল অথচ বাঘ বলে প্রচার ! বাঘরোল সংক্রান্ত বিভ্রান্তি কাটাতে সচেতনতা শিবির

Social

অভিজিৎ হাজরা , জগৎবল্লভপুর, হাওড়া :-দিন কয়েক আগে বল্লভবাটী রেলগেটের কাছে লাইন বরাবর যাতায়াতরত একটি বাঘরোলের ভিডিওকে চিতার আনাগোনা আখ্যায়িত করে সোস্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল।যার ফলে অজ্ঞতা বশত চিতার অতঙ্কে ভুগছিল পাড়াগাঁয়ের মানুষ সেই আতঙ্ক কাটাতে এগিয়ে এলো স্কুল পড়ুয়ারা।

ব্রাহ্মণপাড়া হাইস্কুলের পক্ষ থেকে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনিটের সহযোগিতায় বল্লভবাটী রেলগেটের কাছে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।যাতে মাজু সাব ইউনিটের সদস্যরা ছাড়াও ব্রাহ্মণপাড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস সহ স্কুল পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।এলাকায় বাঘরোলের আগমন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দ বিপ্লব ঘোষ,ব্রাহ্মণপাড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস ও মাজু সাব ইউনিটের সদস্য সৌরভ দত্ত।বল্লভবাটী গ্রামের বাসিন্দাদের বাঘরোল সম্পর্কে বিভ্রান্তি কাটাতে সচেতনতা মূলক লিফলেট বিলি করে ব্রাহ্মণপাড়া হাইস্কুল(উ:মা)–এর স্কুল পড়ুয়ারা।বল্লভবাটী রেলগেটে সচেতনতা কর্মসূচির পর ব্রাহ্মণপাড়া হাইস্কুল ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে পরএকটি সুদৃশ্য বড় ফ্লেকস মহেন্দ্রলাল স্টেশনের সামনে ঝুলিয়ে দেওয়া হয় যাতে সাধারণ মানুষ ও রেলযাত্রীদের চোখে পড়ে।এছাড়া বেশ কিছু লিফলেট স্টেশন চত্বরে মেরে দেওয়া হয়।রাজ্য পশু বাঘরোল সম্পর্কে সুন্দর বক্তব্য পরিবেশন করে দশম শ্রেণির ছাত্র সৌম্যদীপ দাস।

Leave a Reply