সরকারি খাদ্য সামগ্রী সঠিকভাবে বিতরণের তদারকিতে রেশনের দোকানে বিধায়ক সমীর কুমার পোদ্দার

Social

মলয় দে, নদীয়া :- করোনা সংক্রমণ আটকাতে সরকার বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে চলেছে । বর্তমানে চলছে লকডাউন । লকডাউনে সাধারণ মানুষের যাতে খাদ্যসংকট না হয় তার জন্য সরকার রেশন দোকানের মাধ্যমে খাদ্য সামগ্রী বন্টন করছে ।

প্রান্তিক মানুষের জন্য লক ডাউনের প্রথম দিন থেকেই বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিলি করে যাচ্ছেন রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক সমীর কুমার পোদ্দার ।

গতকাল থেকে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বহিরগাছি, আরংঘাটা হিজুলী পঞ্চায়েতের রেশন ডিলারদের দোকান পরিদর্শন করছেন বিধায়ক সমীর কুমার পোদ্দার।

বিধানসভার প্রতিটি নাগরিক সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী পাচ্ছে কিনা এবং কি মানের চাল তাদের দেওয়া হচ্ছে তা তিনি খতিয়ে দেখেন।

তিনি এও বলেন কোন ডিলার এর সম্বন্ধে যদি কোন অভিযোগ তিনি পান তাহলে তৎক্ষণাৎ তিনি সেই ডিলারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। বেশ কিছু জায়গায় দেখা গেল, সঠিকভাবে গ্রাহকদের তথ্য পরিবেশন করতে না পারার ফলে, সরু মোটা চাল নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল বেশ কিছু জায়গায়। বিধায়ক সাবলীলভাবে তাদের বোঝাতে সক্ষম হন, ফলে সমস্যার সমাধান হয় অনেকটাই।

আবার অনেক জায়গায় দেখা যায় বিধায়ক নিজেই জনসাধারণকে সামাজিক দূরত্ব মানার পরামর্শ দিচ্ছেন এমনকি কিভাবে কত দূরে দাঁড়াতে হবে তাও তিনি দেখিয়ে দিচ্ছেন । বিধায়কের এই ভূমিকায় খুশি সাধারন আমজনতা । প্রতিবেদন লেখা অবধি এখনো রেশন দোকানে ঘুরে বেড়াচ্ছেন বিধায়ক ।

Leave a Reply