কাঁটাতারের বেড়া টপকে কাজে যাওয়া মুশকিল সাহায্যে বি এস এফ ও পাড়াপড়শিরাই

Social

নিউজ সোশ্যাল বার্তা: নদীয়া জেলার ভারত বাংলাদেশের সীমান্তের কৃষ্ণগঞ্জ ব্লকের গেদে উত্তর মাঝের পাড়া গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী । কিছু মানুষের রোজগার ছিল ভ্যান রিক্সা চালানো বা সীমান্তে পর্যটকদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন রকম জিনিস বিক্রি করা কেউবা করতেন ট্রেনের হকারি । করোনা থেকে বাঁচতে সারা দেশজুড়ে চলছে লক ডাউন । ফলে এই এলাকার অধিকাংশ মানুষের অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়। কাঁটাতারের বেড়ার ওপাশে রয়েছে চাষিদের জমি, পরিচয় পত্র দেখিয়ে ছাড় মিলত মাঠে কাজ করতে যাওয়ার । বর্তমানে সেই গেট খোলাও অনিয়মিত। সীমান্ত দিয়ে আবার কবে পারাপার হবে, কবে থেকে অাবার পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা কারোর জানা নেই ।

এই সমস্ত মানুষের সাহায্যে এগিয়ে এল এলাকার দুজন বাসিন্দা পতিরাম হালদার ও উৎপল হালদার । লক ডাউন পরিস্থিতি তে তারা ব্যাক্তিগত ভাবে বেশ কিছু মানুষ কে ত্রাণ সামগ্রী তুলে দিলেন- চাল, ডাল, আলু ইত্যাদি ।

তারা জানালেন পাড়ার অনেকেই অাজ অসহায় । দিন আনা দিন খায় মানুষ এবং চাষীদের জমি সবই প্রায় কাটা তারের বাইরে , চাষ করতে পারছে না। তাই তারা সাহায্যর হাত বাড়িয়ে দেন । তাদের এই কর্ম কাণ্ডে পাড়ার মানুষেরাও খুশি ।

ত্রাণ প্রাপকদের মধ্যে একজন জানালেন ” বিপদের সময় এনার যেভাবে আমাদের পাশে দাঁড়ালেন সারা জীবন মনে থাকবে ।” এই প্রসঙ্গে উল্লেখযোগ্য পরশুদিন বিএসএফের পক্ষ থেকে ৩০০টি পরিবারে গেদে এলাকায় ত্রাণ বিতরণ করা হয় ।

Leave a Reply