নিউজ সোশ্যাল বার্তা : লকডাউনের জেরে বন্ধ মালদা জেলার গাজলের পান্ডুয়া উরুস উৎসবও। এই উৎসবে ফি বছর ভিড় জমাতেন হাজার হাজার মানুষ। তবে এবারের ছবিটা একেবারে ভিন্ন। করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে লক ডাউন রয়েছে। এই বছরে আর উরুস হয়নি পান্ডুয়া শরীফের কুতুব নগরে। লকডাউন এর জেরে ট্রেনের টিকিট ক্যানসেল হয়ে যাওয়ায় কুতুব নগরে ফেঁসে রয়েছেন নাসিক থেকে আসা ২০৮ জন। প্রায় ১৫ টি পরিবার। খবর পেয়ে ছুটে গেলেন কালিয়াচক ২ নম্বর ব্লকের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। পান্ডুয়া শরিফের কুতুব নগরে ফেঁসে থাকা ২০৮ জন এর এক মাসের খাবারের দায়িত্ব নিলেন।
তাছাড়াও তিনি বলেন এক মাস পরও যদি তারা বাড়ি পৌঁছাতে না পারে তারপরের দিনগুলি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিলেন।