সামাজিক দায়বদ্ধতা পালনে হবু দম্পতি ! বিবাহের আগের দিন রক্তদান শিবির

Social

সোশ্যাল বার্তা: অঙ্কিতা ও মৌনীল শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তার আগের দিনই সমাজের দায়বদ্ধতাকে এক অনন্য নজির করল তারা। দুজনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। গত পরশু দিন খড়গপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার অরগানাইজেশনের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

এদিন আসেন খড়্গপুর মহকুমা হাসপাতাল এর সুপার কৃষ্ণেন্দু মুখেরজী এবং ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জয়দিপ বোস প্রমুখ।এদিন স্বেচ্চায় রক্ত দেন ২৫ জন।

এই বিষয়ে বিয়ের কোনে অঙ্কিতা জানান ‘এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। যেহেতু আমি একজন ব্লাড ব্যাংকের নার্সিং স্টাফ তাই আমার বিয়ের আগে এটা করে সমাজ ও নিজেদের ভালোর জন্য কিছু একটা করলাম। এই রক্তদান শিবিরে দাদা দিদি বন্ধুবান্ধবরা স্বেচ্ছায় রক্ত দান করেছে। সমগ্র রক্ত সংগ্রহ করে খড়্গপুর মহকুমা হাসপাতাল।

Leave a Reply