নিউজ সোশ্যাল বার্তা: সারাদেশ জুড়ে চলছে লক ডাউন । বেশিরভাগ মানুষ আজ ভীতসন্ত্রস্ত, যানবাহন চলাচল বন্ধ, হাসপাতাল মুখী হতে গেলেই মনে জাগছে করোনার ভয়।
বর্তমানে সুযোগ সন্ধানীরাও সুযোগের সদ্ব্যবহার করতেও থেমে নেই। রীতিমতো তারা সমাজে গুজব ও আতঙ্ক ছড়াতে ব্যস্ত। এছাড়াও ব্লাডব্যাংক গুলিতেও রক্তের জোগান তলানিতে গিয়ে ঠেকেছে। ওরা যে সমাজকর্মী তাই ওদের থেমে থাকা চলে না।
এমতাবস্থায় মুর্শিদাবাদ জেলার কান্দির রামেশ্বরপুরের আমেলা বিবি নামে একজন মহিলার বিরল গ্রুপ A – (নেগেটিভ ) রক্তের প্রয়োজন হয়। রোগীর আত্মীয় পরিজনরা সারা বছর রক্ত নিয়ে কাজ করা সংগঠন এমার্জেন্সি ব্লাড সার্ভিসেস-এর গ্ৰুপের সাথে যোগাযোগ করেন । তাদের ডাকে সারা দিয়ে এগিয়ে আসেন ইয়াসিন নামে এক যুবক ।
তিনি বিবেকের কাছে হেরে না গিয়ে এই কঠিন পরিস্থিতিতে লালবাগ নতুনগ্ৰাম থেকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার মূল্যবান রক্তদান দান করে মানুষের হৃদয় জিতে নিয়েছেন।
রক্তদান করতে পেরে এবং রক্তদানে সাহায্য করতে পেরে রক্তদাতা ও এমার্জেন্সি ব্লাড সার্ভিসেস এর প্রত্যেক সদস্য অত্যন্ত খুশি। রোগী ও রোগীর পরিবারও খুশিতে আপ্লুত।
সবাই যখন ঘরবন্দি তখনও রক্ত দিতে ছুটে যাওয়ার জন্য রক্তদাতাকে হৃদয়ের হৃদয়স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছেন সংগঠনের সদস্যরা ।
তিনি বলেন”কাউকে রক্ত দানের মাধ্যমে তার অজান্তেই আমি তার মধ্যে বেঁচে থাকব এ যেন এক স্বর্গীয় অনুভুতি।”