রাজু পাত্র, নদীয়া : করোনা ভাইরাসের থাবায় স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব। নাগরিক সমাজকে রক্ষা করতে বিভিন্ন দেশে চলছে লক ডাউন । ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও চলছে লকডাউন । লক ডাউনের ফলে দিন আনা দিন খাওয়া সহায়-সম্বলহীন মানুষগুলো সমস্যার সম্মুখীন হয়েছে ।
গত কয়েকদিন ধরে বিধি মেনেই বিভিন্ন প্রান্তের কিছু অসহায় দিনমজুর,ইঁটভাটার শ্রমিক পরিবারে কিছু কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নদীয়া জেলার কৃষ্ণনগরের সমাজসেবী শ্রীমতী ছবি চ্যাটার্জী মিত্র ।
সারাবছরই ইনি নানানভাবে বিভিন্ন রকম সেবামূলক কাজ করেন। কয়েকদিন আগে ভবঘুরেদের উদ্দেশ্যে ৫৫ জনের মতো ভাত, ডাল,ডিমের ঝোল , নিয়ে হাজির হন শহরের বিভিন্ন প্রান্তে। দেখা যায় সকলকে সাবান জলে হাত ধোয়ার পর খাবার পরিবেশন করতে । তিনি বলেন, এই সব ভবঘুরেদের মধ্যে অনেকেই বলছে খাবার পেয়েছে, আবার কেউ বলছে গত দুদিন , একদিন কেউ বলছে দুপুরে খেতে পায়নি। পুলিশ প্রশাসন ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা খাবার পৌঁছে দিয়েছে।
এলাকাতে তিনি মনিমা বলেই পরিচিত। সকল সহৃদয় বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছেন অসহায় অবস্থার শিকার হয়েছেন বহু মানুষ ,তাই সকলকে ওইসব নিরন্ন মানুষ গুলোর কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানান । গত পরশু জানতে পারেন নদীয়ার ধুবুলিয়ার তাতলা আদিবাসী গ্রামে কিছু খাবারের প্রয়োজন । গতকাল সেখানেই ছুটে গেছেন খাবার নিয়ে সঙ্গে পাশে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নদীয়া পুলিশ প্রশাসনকে ।
তাতলা গ্রামের ২৫০ জন আদিবাসীদের মধ্যে খাবার বিতরণ করেন সবার আদরের মনিমা ।
মানুষ হিসাবে কিছু জীবনের পাশে থাকার প্রয়োজনে তাদের নিরন্ন মুখে একটু অন্ন তুলে দিতে ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । মনিমার এই কর্মযজ্ঞে আপনিও সামিল হতে পারেন যোগাযোগ করতে পারেন দিদির এই নং ৯৪৭৪৬০৯৫০০ ।
প্রতিবেদন লেখার সময়ও দিদি ব্যস্ত রান্নার কাজে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন সেই সব মানুষ গুলোর কাছে ,যাদের তিনি সারাবছর ধরে প্যালিয়েটিভ কেয়ার দিয়ে থাকেন।