রাস্তা অঙ্কনের মাধ্যমে করণা সচেতনতার সাথে বর্ষবরণ

Social

মলয় দা নদীয়া:- বিগত বছরগুলোতে সপ্তাহভোর তোড়জোড় চলত এই দিনটার অপেক্ষায়। আগের দিন রাত্রে ক্লাবের সমস্ত সদস্য ও এলাকাবাসী রাতের খাবার সেরে রাস্তার উপর চলতো আলপনা। ভোরে তা দেখার জন্য হাজারো মানুষের ঢল। দীর্ঘ 3-4 কিলোমিটার পথ ব্যাপী শিল্পকর্মে নতুন বছর কার্যত পরিণত হতো উৎসবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলত সারাদিনব্যাপী, সন্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠান।

সবটাই স্থগিত লকডাউন এর জন্য । এবছর বিষন্নতায় ভরা ভারাক্রান্ত মন নিয়েই নদীয়া জেলার শান্তিপুরের নিউ দেশবন্ধু ক্লাবের কিছু যুবক রাস্তায় আলপনা বদলে অংকন করলো করোনা সতর্কবার্তা। তাদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন প্রচার মাধ্যমে সচেতন করা হলেও। স্পিড বেকারের মতো ঘর থেকে রাস্তায় পা দিলেই, আর একবার স্মরণ করিয়ে দেওয়া যাবে জীবনের গুরুত্ব। খুব মকম মানুষই আছেন তার উপর দিয়ে সাইকেল চালিয়ে বা হেঁটে যাওয়ার সময় একটুও বিচলিত হবেন না।

এ ধরনের শান্তিপুর শহরের স্টেশন, ডাকঘর এবং থানার মোড়ে তিনটি চিত্র অংকন করেন যুবকবৃন্দ।

Leave a Reply