লকডাউনে আটকে ৪ টি জাহাজ নদীয়ায় ৩৬ জন জাহাজ বন্দি চরম সঙ্কটে

Social

মলয় দে নদীয়া: লক ডাউন এর পর থেকে জলপথের বিভিন্ন জাহাজ হলদিয়া বন্দর, কলকাতা পোর্ট ট্রাস্টে রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ পরিকাঠামো না থাকায় বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। নদীয়ার শান্তিপুরে এইরকমই চারটি জাহাজ এবং এই জনপদে চলাচল করা একটি জাহাজ এবং দুটি লঞ্চ রাখা হয়। বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশ থাকা সত্বেও জাহাজ থেকে ৩৬ জন জাহাজ কর্মীকে স্থানীয়,বাজার দোকানে যেতে দিচ্ছে না সাধারণ মানুষ এমনটাই অভিযোগ জাহাজ কর্মচারীদের।

অন্যদিকে গুপ্তিপাড়া স্থানীয় সিকিউরিটি জানান সরকারি মহল থেকে নির্দেশ আসায় জল খাবার পরিবহন করতে গেলে গ্রামের মানুষের কাছে নানা কটূক্তি শুনতে হচ্ছে। এমনকি তারা কথা বলা বন্ধ করে দিয়েছে। জাহাজ কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয় কেরালা কোচিন বন্দর থেকে বের হওয়ার সময় প্রথম একবার মেডিকেল চেকআপ হয়, পরবর্তীতে কলকাতা পোর্ট ট্রাস্টে দেহের উষ্ণতা পরীক্ষিত হয়। এমনকি তাদের মধ্যে কেউ অসুস্থ হয়নি এখনো পর্যন্ত। শুধুমাত্র গুজবের কারণে তাদের নামতে দেয়া হচ্ছে না। ফলে সাধারণ কিছু মানুষের কাছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আনতে দিলে দ্বিগুণ-তিনগুণ দামে মিলছে ।

তাদের কাতর প্রার্থনা প্রয়োজন হলে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে র পক্ষ থেকে আর একবার স্বাস্থ্য পরীক্ষা করে অনুমতি মিলুক ন্যূনতম খাদ্য সামগ্রী, পানীয় জল, ওষুধ , মোবাইল রিচার্জ, ব্যাংকিং সার্ভিস।

Leave a Reply