৩দিন ব‍্যাপি বসন্তে রঙে রাঙলো কালীনারায়নপুর

Social

রমিত সরকার,নদীয়া : নদীয়া জেলার কালীনারায়ণপুরে এই বছর আয়জিত হয় তিনদিন ব্যাপি বসন্ত উৎসব । শনি, রবি ও সোম এই তিন দিন মহাসমারহে বসন্তের শিমূল-পলাশে মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ।

প্রথম দিনে অর্থাৎ শনিবার বাসন্তীকা সাহিত্য পত্রিকা কালীনারায়নপুর এর অফিসের ছোটদের নিয়ে প্রাক বসন্ত উৎসব আয়োজিত হয়। বাসন্তীকা় সাহিত্য পত্রিকার তরফ থেকে ছোটদের নিয়ে কবিতা আসর বসানো হয় ও উপস্থিত প্রত্যেককে গীতাঞ্জলি প্রদান করা হয়।

দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার বর্নালী নৃত্য ছন্দম এর তরফ থেকে দুপুর আড়াই ‘টে থেকে ২৫টি নৃত্যর সমাহারে সাড়ে চার  ঘণ্টার একটা মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও এই দিনে বিকালে কালীনারায়নপুর এর বিভিন্ন স্থানে চিরকালের প্রথা অনুযায়ী ন্যাড়াপোড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মূল দিন অর্থাৎ সোমবার শান্তিনিকেতনের মতনই কালীনারায়ণপুর উত্তর পাড়া অধিবাসীবৃন্দ দের নিয়ে সকাল সাতটায় ধামসা মাদল , সাঁওতালি নাচ কীর্তন ,মানভূম অঞ্চলের পুরুলিয়ার ছৌ নাচ , রবীন্দ্র নৃত্যের মাধ্যমে এক বর্ণাঢ্য প্রভাত ফেরী কালীনারায়নপুর রাজপথে পরিক্রমা করে ।

এই প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন রানাঘাট এক নম্বর পঞ্চায়েতে সমিতির সভাপতি তাপস কুমার ঘোষ। তিনি সাধারণের সঙ্গে রং খেলায় আংশ নিয়ে পুরো পথটি অতিক্রম করেন। এছাড়াও কালীনারায়নপুর এর কালীনারায়ণপুর সুহৃদ সংঘ ‘র সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে চলে প্রতি বছরের ন্যায় এবছরও গ্রামবাসি’র স্বরচিত বসন্তের গান,কবিতা, কবিগুরুর বসন্ত পর্যায়ের গানে ও রবীন্দ্র নৃত্য’র মধ্য দিয়ে । কালীনারায়ণপুরের প্রতিটি রাস্তার মোড়ে ।

সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হাসপাতালের সামনে থেকে শুরু করে সমগ্ৰ অঞ্চল প্রদক্ষিন করে সুহৃদ মঞ্চের সামনে এসে শেষ করেন এবং শেষে সবাই কে মিষ্টি মুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কালীনারায়ণপুর সুহৃদ সংঘের সাংস্কৃতিক সম্পাদক ধীমান ভট্টাচার্য্য বলেন “আমরা প্রতি বছর দোলের দিন সুহৃদ মঞ্চের থেকে এক নাচ গানের মধ্যে দিয়ে উদযাপন করি ।আবিরের ছোঁয়ায় কালীনারায়নপুর এর পুরো রাস্তা প্রদক্ষিণ এর মধ্যে দিয়ে আমরা উদযাপন করলাম বসন্ত উৎসব “।

Leave a Reply