হাটে প্রবেশ করতে থার্মাল স্ক্রিনিং ও হ্যান্ড স্যানিটাইজ প্রশংসায় ক্রেতা ও বিক্রেতারা

Social

সোশ্যাল বার্তা : নদীয়া জেলার কৃষ্ণনগরের বেলডাঙার হাটের কথা শোনেননি এমন লোক খুব কমই আছেন । অনেকে বলেন এমন কিছু নেই যে সেখানে পাওয়া যায় না । কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন এই হাট বসে প্রতি বৃহস্পতিবার।

আজ বৃহস্পতিবার হাটে অভিনব উদ্যোগ দেখা গেল কৃষ্ণনগরের বেলডাঙা হাট কতৃপক্ষের । করোনা সতর্কতায় হাটে ঢোকার মুখে প্রধান গেটে থার্মাল স্ক্রিনিং ও হ্যান্ডস্যানিটাইজ করা হচ্ছে। মাইকের মাধ্যমে করোনা সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে । মাস্ক ছাড়া বাজারে প্রবেশ নিষেধ । অনেক ক্রেতাকেই মাস্ক পরিহিত না থাকায় ফেরত পাঠানো হয় বাড়ি ।

হাট কর্তৃপক্ষের মধ্যে অন্যতম মানোয়ার হোসেন বলেন ” গত সপ্তাহের থেকে হাট চালু হয়েছে সেদিন থেকেই আমরা এইরকম উদ্যোগ করেছি । মাইকের মাধ্যমে করোনা সচেতনতার প্রচার করা হচ্ছে । বাজার করার ক্ষেত্রে শারীরিক দুরত্ব বজায় রাখার কথাও বলা হচ্ছে । থার্মাল স্ক্রীনিং ও হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে । মাস্ক ছাড়া কাউকে বাজারে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা । সমস্ত রকম সরকারী নির্দেশিকা মেনে চলার চেষ্টা করছি “।

Leave a Reply