ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় সেবা প্রকল্প (NSS) বিভাগের রিজিওনাল ডিরেক্টর এনএসএস ব্যাঙ্গালোরের পক্ষ থেকে আগামী ২০-২৭শে সেপ্টেম্বর অনেকগুলি রাজ্যের জাতীয় সেবা প্রকল্পের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ও সংস্কৃতির আদান-প্রদান করতে “জাতীয় সংহতি” শিবিরের আয়োজন করেছে ব্যাঙ্গালোর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের মাউন্ট কার্মেল কলেজে।রিজিওনাল ডাইরেক্টর কলকাতা অফিসের পক্ষ থেকেও এই শিবিরে অংশগ্রহণ করছে- “ওয়েস্ট বেঙ্গল কন্টিজেন্ট”।
পশ্চিমবঙ্গের এই দলের মূল দায়িত্বে রয়েছেন- নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায়। বিশ্ববিদ্যালয় গুলির মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে মোট ৬জন ছাত্র-ছাত্রীকে। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয় পরিবেশন করবে উক্ত শিবিরে।কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী:- মনোরমা বাউরী-বিষয়-কত্থক নৃত্য ও অভিনয়, সংহিতা সিনহা বিষয়-কত্থক নৃত্য , রিদ্ধিপ্রসাদ-মাইম ও নৃত্য।কোলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্তিকা সরকারের বিষয়- ফটোগ্রাফি, ভারতনাট্যম নৃত্য ও ডিবেট।বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুরজিৎ ভুইয়ার রয়েছে-আবৃত্তি ও পুরুলিয়ার ছৌ নাচ সবার মধ্যে ছড়িয়ে দিতে যাচ্ছেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শ্রী পরমেশ্বর হেমব্রম।কলকাতার রিজিওনাল ডাইরেক্টর (NSS) শ্রীমতি শরীতা প্যাটেল বলেন “জাতীয় সেবা প্রকল্পের সদস্যদের মধ্যে সৌভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা ও সংস্কৃতির আদান প্রদান করাই মূল লক্ষ্য”।তিনি পশ্চিমবঙ্গের এই জাতীয় সেবা প্রকল্পের দলকে শুভেচ্ছা জানান ও দলের সাফল্য কামনা করেন ।