মলয় দে নদীয়া :-সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী গত ইংরেজি মাসের ০২রা মার্চ ২০২০ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৭৫ দিনের একটি কর্মসূচির নির্দেশিকা দিয়েছিলেন।
প্রথম কর্মসূচির পদক্ষেপ হিসাবে আজ ৮৯ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী সমীর কুমার পোদ্দার মহাশয় এর আহ্বানে পালিত হলো “বাংলার গর্ব মমতা” সূচনা কর্মসূচি। নামের তালিকা ভুক্ত বিধানসভার ২৮০ টি বুথের বুথ সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য- সদস্য, আঞ্চলিক সভাপতি, যুব সভাপতি, আঞ্চলিক মহিলা সভানেত্রী, তপশিলি জাতি- উপজাতি সংগঠনের সভাপতি, আঞ্চলিক ছাত্র সভাপতি, শিক্ষক সংগঠনের সভাপতি এবং অঞ্চলের সমস্ত সভাপতিদের নিয়ে এই কর্মসূচি শুরু হয় ওই বিধানসভার ই অন্তর্গত বড়বড়িয়া রথতলা শনি মন্দির প্রাঙ্গণে। সাংবাদিক সম্মেলনে বিধায়ক :-
বিধায়কের সংবিধান পাঠের মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের সূচনার পর, দল প্রেরিত সঙ্গীত বাজানোর পর, আগামী ৭৫দিনের সমস্ত কর্মসূচির দিন, স্থান উল্লেখ করে স্পষ্ট করেন কর্মীদের মধ্যে। সভা শেষ হওয়ার পর প্রত্যেকের মধ্যাহ্নভোজেরর ব্যবস্থা করেন বিধায়ক।